ছেলের বিয়েতে ১৮ হাজার বিধবাকে নিমন্ত্রণ

ছেলের বিয়েতে ১৮ হাজার বিধবাকে নিমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এখনো বাড়ির যেকোনো শুভ অনুষ্ঠানে কাজকর্ম করার জন্যে ডাক পড়ে সধবাদের। বিয়েসহ যেকোন সামাজিক অনুষ্ঠানে বিধবাদের মনে করা হয় অপয়া। সে জন্য দাওয়াত দেওয়া হয় না তাদের।

সেই প্রথাকে কুঠারাঘাত করেছেন দেশটির গুজরাট রাজ্যের ব্যবসায়ী জিতেন্দ্র প্যাটেল। সম্প্রতি অনুষ্ঠিত ছেলের বিয়েতে তিনি ১৮ হাজার বিধবাকে দাওয়াত দিয়েছেন তিনি। এ ঘটনা নিয়ে হৈচৈ পড়ে গেছে গুজরাটে।

জিতেন্দ্র প্যাটেল নামে ওই ব্যক্তি পরিচিত মহলে খ্যাত ‘জিতুভাই’ নামে। গত বুধবার তার ছেলের বিয়েতে তিনি এক নতুন যুগের সূচনা করলেন। উত্তর গুজরাটের পাঁচ জেলা থেকে মোট ১৮ হাজার বিধবাকে তিনি নিয়ে আসেন তার ছেলে রবি ও পুত্রবধূকে আশীর্বাদ করার জন্যে। হিম্মতনগর থেকে ১২ কিলোমিটার দূরে দেরোলে তারাই ছিলেন বিশেষ অতিথি। বানাসকান্থা, মেহসানা, সাবারকান্থা, পাটান এবং আরাবল্লী জেলা থেকে আসেন তারা।

শুধু তাই নয়, তাদের প্রত্যেককে কম্বল এবং একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। খুব গরিব পরিবার থেকে আসা ৫০০ জন বিধবাকে একটি করে গরুও দেওয়া হয়, যাতে আর্থিকভাবে তারা স্বচ্ছল হতে পারেন।

জিতেন্দ্র প্যাটেলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমার একান্ত ইচ্ছা ছিল আমার ছেলের জীবনের এই বিশেষ দিনে তাকে সেই সব নারী আশির্বাদ করুন যাদের সমাজ দূরে সরিয়ে রেখেছে। আমাদের সমাজে কোনো শুভ কাজে বিধবাদের উপস্থিতিকে অপয়া বলে মনে করা হয়। আমি এই কুসংস্কার ভাঙতে চেয়েছিলাম।favicon59

Sharing is caring!

Leave a Comment