মোদির নগদ অর্থ ৫ হাজার টাকা !
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নগদ অর্থ রয়েছে মাত্র চার হাজার ৭০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ হাজার ৪০৫ টাকা। গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত হিসাবে দেখা যায়, গত বছরের মার্চ পর্যন্ত মোদির মোট সম্পদের পরিমাণ এক কোটি ৪১ লাখ রুপি। এর মধ্যে গান্ধীনগরে তার একটি বসতবাড়ি রয়েছে। গত বছরের আগস্টে মোদির কাছে নগদ অর্থ ছিল ৩৮ হাজার ৭০০ রুপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে মোদির সম্পদের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়। সংবাদ : এনডিটিভি।
এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, মোদির স্থাবর সম্পত্তি বলতে গান্ধীনগরের বাড়িটির এক-চতুর্থাংশের মালিকানা। এর আয়তন সাড়ে তিন হাজার বর্গফুট। এটি মোদি উত্তরাধিকার সূত্রে পাননি। ২০০২ সালের ২৫ অক্টোবর তিনি বাড়িটি কিনেছিলেন। সে সময় মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বাড়িটি কেনা হয়েছিল এক লাখ ৩০ হাজার ৪৮৮ রুপিতে। নির্মাণ ব্যয় হয়েছিল দুই লাখ ৪৭ হাজার ২০৮ রুপি। বর্তমানে এর দাম ২৫ গুণ বেড়েছে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মোদির স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি ২৬ লাখ ১২ হাজার ২৮৮ রুপি। ২০১৫ সালের ৩১ মার্চ তা বেড়ে এক কোটি ৪১ লাখ ১৪ হাজার ৮৯৩ রুপি হয়েছে।
দিলি্লর ৭ নম্বর রেসকোর্স রোডের প্রধানমন্ত্রীর বাসভবনে থাকলেও মোদির দিল্লিতে কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। গুজরাটের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থায়ী আমানত রয়েছে ৩১ লাখ রুপির কিছু কম। আরও প্রায় ৯৪ হাজার রুপি ওই ব্যাংকেই রয়েছে। বেসরকারি পরিকাঠামো বন্ডেও ২০ হাজার রুপি রয়েছে মোদির। পাঁচ লাখ ৪৫ হাজার রুপির জাতীয় সঞ্চয়পত্র, প্রায় দুই লাখ রুপির জীবনবীমাও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। আরও রয়েছে চারটি সোনার আংটি। এর বাজারমূল্য এক লাখ ১৯ হাজার রুপি। তবে মোদির কোনো গাড়ি বা জমি নেই।