স্যালুট দেখে যায় চেনা
আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে ভারতে অনুষ্ঠিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। সর্বাধিনায়ক তথা পুরো জাতির সামনে নিজেদের সামরিক ক্ষমতা প্রদর্শন করেছে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী। দেশের রাষ্ট্রপতিকে সালাম জানানো এ অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ। এক্ষেত্রে লক্ষ্যনীয় যে ভারতের এই তিন বাহিনীর সালাম বা স্যালুট দেয়ার ভঙ্গি তিন রকমের। প্রথার পাশাপাশি এর অন্যতম কারণ কিছু পেশাগত অনুষঙ্গ।
সেনাবাহিনী: ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা স্যালুট জানানোর সময় হাতের তালু নির্দিষ্ট ব্যক্তির দিকে নির্দেশ করে থাকেন। এর মূল কারণ হলো, স্যালুট দেয়া ব্যক্তিকে দেখানো যে সেনার হাতে কোনো অস্ত্র নেই। এতে করে স্যালুটপ্রাপ্ত ব্যক্তির মনে ওই সেনার ব্যাপারে বিশ্বাস জন্মে বলে মনে করা হয়।
নৌবাহিনী: ভারতের নৌবাহিনীর সদস্যরা বেশিরভাগ সময়ই নৌপথে প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করে থাকেন। আগেকার দিনে জাহাজে কর্মরত ব্যক্তিদের হাত ও পোশাক পরিবেশগত কারণেই দ্রুত অপরিষ্কার হয়ে যেত। ঠিক একই কারণে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা স্যালুট দেয়ার সময় হাতের তালু ভূমি বরাবর নিচের দিকে নির্দেশ করে থাকেন। এতে বাতাসে ভেসে আসা ধুলাবালিতে হাতের তালু নোংরা হওয়ার সম্ভাবনা কম থাকে বলে ধারণা করা হয়।
বিমানবাহিনী: এই বাহিনীর সদস্যরা স্যালুট দেয়ার সময় কপালের সঙ্গে হাতের তালু ৪৫ ডিগ্রি কোণে রাখেন। এর ফলে সেটি প্রতীকিভাবে ভূমি থেকে আকাশ পানে দিক নির্দেশ করে বলে মনে করা হয়। তবে ইদানিংকালেই এ ধরণের প্রতীকি স্যালুট ব্যবহার করছে ভারতীয় বিমান বাহিনী। এর আগে অবিকল সেনাবাহিনীর মতো করেই স্যালুট দেয়ার রীতি চালু ছিল এ বাহিনীতে।