পরমাণু বহন সক্ষম মিসাইল বানালো উত্তর কোরিয়া

পরমাণু বহন সক্ষম মিসাইল বানালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-উন দাবি করেছে সে দেশের বিজ্ঞানীরা ক্ষুদ্র ব্যালাস্টিক মিসাইলের উন্নয়ন করতে সক্ষম হয়েছে। এই মিসাইলগুলো পরমাণু বহন করতে সক্ষম। সংবাদ: বিবিসি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’কে কিম বলেন, ‘পারমাণবিক যুদ্ধাস্ত্রকে আধুনিক করা হয়েছে যা ক্ষুদ্র ব্যালাস্টিক মিসাইলেও স্থাপন করা যাবে।’

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, উত্তর কোরিয়ার এই দাবি দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় ধরনের হুমকি। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার এ ধরনের প্রযু্ক্তি সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

এর আগে চলতি বছরের শুরুতে জাতিসংঘ দেশটির প্রতি অবরোধ আরোপ করলে দেশটি উত্তেজনা বাড়াতে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করে। সম্প্রতি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে নির্বিচারে পারমাণবিক হামলার হুমকিও দেয়। favicon594

Sharing is caring!

Leave a Comment