এভারেস্টে ফাটল, গর্ত

এভারেস্টে ফাটল, গর্ত

  • আন্তর্জাতিক ডেস্ক

গত বছর প্রলয়ংকরী ভূমিকম্পের কারণে পরবর্তী সময়ে মাউন্ট এভারেস্টে বেশ কয়েকটি বড় ফাটল ও ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে এ বছর পর্বতারোহীদের এভারেস্ট অভিযান শুরু করতে দেরি হচ্ছে। সংবাদ : এএফপি

এভারেস্টে আরোহণের পথ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একদল বিশেষজ্ঞ জানিয়েছেন, গত বছর ২৫ এপ্রিলের ভূমিকম্পের কারণে এভারেস্ট অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্বতারোহী সমিতির চেয়ারম্যান অ্যাং শেরিং শেরপা জানান, মই ও রশি দিয়ে পর্বতারোহণের পথ ঠিক রাখা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এসব অতিরিক্ত ফাটল ও গর্তের কারণে এ বছর বাড়তি মই ও রশির প্রয়োজন হবে। ‘আইসফল ডক্টরস’ হিসেবে পরিচিত এই বিশেষজ্ঞরা মাউন্ট এভারেস্টে পর্বতারোহণের পথের দেখভাল করেন।

‘আইসফল ডক্টর’রা বেইজ ক্যাম্প থেকে ক্যাম্প-১ পর্যন্ত পথ প্রস্তুত করে রাখেন পর্বতারোহীদের জন্য। তবে এবার ক্যাম্প-১ এর ওপরেও হয়তো তাদের কাজ করতে হবে। এদিকে, এ সমস্যার কারণে এরই মধ্যে বেইজ ক্যাম্পে পৌঁছে যাওয়া পর্বতারোহীরা এখনও এভারেস্টের শীর্ষে ওঠার অভিযান শুরু করতে পারেননি।favicon59

Sharing is caring!

Leave a Comment