কলকাতায় ফ্লাইওভার ধস, বহু হতাহত

কলকাতায় ফ্লাইওভার ধস, বহু হতাহত

  • আন্তর্জাতিক ডেস্ক

কলকাতার জোড়াসাঁকোতে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে পড়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সংবাদ : রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ (৩১ মার্চ) দুপুরে বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ে অন্তত ১০ জন মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে দেড় শতাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে ধারনা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কংক্রিটের নিচে আটকে পড়াদের উদ্ধারে হাত লাগিয়েছে। সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর দিয়েছে আনন্দবাজার।

পত্রিকাটি লিখেছে, বেলা সাড়ে ১২টার দিকে গণেশ টকিজের কাছে উড়াল সেতুটির একাংশ ভেঙে নিচে গাড়ির উপরে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ তিনি বোমা ফাটার মতো আওয়াজ শুনতে পান এবং চোখের সামনে পুরো ফ্লাইওভারটি ভেঙে পড়তে দেখেন।

কংক্রিটের নিচে আটকেপড়াদের উদ্ধারে ড্রিল মেশিন দিয়ে পাথরের স্ল্যাব কাটা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া একটি ট্যাক্সির যাত্রীদের উদ্ধারে চিকিৎসা কর্মীদের কাজ করতে দেখার কথা রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

ঘটনার পর ওই এলাকায় বিক্ষোভ ও হৈ চৈ শুরু হয়। এছাড়া দুর্ঘটনার পর ছুটে আসা মানুষের ভিড়ে পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে বলে আনন্দবাজার জানিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিবেকানন্দ ও চিৎপুর রোডসহ কলকাতার একাধিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা বাতিল করেছেন বলেও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment