কুকুরের জন্য ক্যাফে
- আন্তর্জাতিক ডেস্ক
প্রথমবারের মতো ভারতের রাজধানী দিল্লিতে কুকুরের জন্য খুলে দেওয়া হয়েছে একটি ক্যাফে। কুকুর–পোষ্যদের জন্যই বিশেষভাবে তৈরি করা এ ক্যাফের নাম ‘পাপ্পিচিনো’। নয়নী আর মল্লিকা ট্যান্ডন তৈরি করেছেন এই ক্যাফে। তবে শুধু পোষ্য থাকলে তবেই এখানে আসতে পারবেন এমনটা নয়। যারা বাড়িতে পুষতে পারেননি, কিন্তু ভালবাসেন তারাই আসতে পারবেন। তাদের সঙ্গে দেওয়ার জন্য থাকবে দুই ম্যাসকট বোবো আর সিমবা।
এই ক্যাফেতে রাখা হয়েছে একটি বিশেষ ডগ স্পেশ। সেখানে থাকবে কুকুরদের জন্য বিশেষ খাবার, কলার, বো ইত্যাদি সরঞ্জাম। কুকুরদের খাবারের তালিকায় থাকবে প্যানকেক, মাফিন, এমনকি চিকেনসহ গোটা মিল।
শুধুমাত্র ক্যাফেতে কুকুরদের নিয়ে যেতে পারবেন তাই নয়, তাদের জন্য নানা ধরনের মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। তাদের জন্মদিন পালন করা হবে কেক স্যোগে। থাকবে কম্বো মিল, রিটার্ন গিফটের ব্যবস্থাও।
এছাড়া মানুষের খাওয়ার জন্য এই ক্যাফেতে থাকছে সুস্বাদু পিৎজা, পাস্তা, আমেরিকান ও ইটালিয়ান ফিড।