দিল্লিতে নিষিদ্ধ পান, জর্দা…
- আন্তর্জাতিক ডেস্ক
সিদ্ধান্তটা নজিরবিহীনই বলা চলে। দিল্লি সরকার রাজধানীতে গুটখা, পান মশলা, খৈনি, জর্দার মতো তামাকজাত পণ্যের উৎপাদন বিক্রি, মজুত নিষিদ্ধ ঘোষণা করলেন। আগামী এক বছর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গত বুধবার দিল্লির খাদ্য সুরক্ষা দফতর এই নির্দেশিকা জারি করেছে। সংবাদ : দ্য হিন্দু।
নির্দেশিকায় বলা হয়েছে, চিবিয়ে খাওয়া যায় এমন সমস্ত তামাকজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি হল। সুগন্ধী বা রঙিন তামাকজাত পণ্য যেমন গুটখা, পান মশলা, খৈনির উৎপাদন, বিক্রি বা মজুত করতে পারবেন না কোনো দোকানদার। তবে সিগারেটকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি।
স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, ২০১২ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দিল্লিতে গুটখা বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। কিন্তু তা সত্ত্বেও বাজারে আলাদা প্যাকেটে অন্য নামে গুটখা বিক্রি শুরু করেন দোকানদারা। তামাকের অপকারিতা সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা আনতে তৎপর দিল্লি স্বাস্থ্য মন্ত্রণালয়। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে এইধরনের তামাকজাত পদার্থ বিক্রির অনুমতি দেওয়া হবে না।