ভারতের ৩৩ কোটি মানুষ খরার কবলে
- আর্ন্তজাতিক ডেস্ক
খরার কবলে পড়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার সে দেশের সুপ্রীম কোর্টকে জানিয়েছে ভারতের প্রায় ৩৩ কোটি মানুষ এই মুহুর্তে ভয়ঙ্কর খরাকবলিত। সংবাদ : বিবিসি।
সবচেয়ে ভয়াবহ খরাতে রয়েছে মহারাষ্ট্রের লাটুর এলাকা। ভারতের বিভিন্ন এলাকা থেকে ট্যাঙ্কারে করে পানি এনে ওই অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে পঁচিশ লক্ষ লিটার পানি নিয়ে উত্তর ভারত থেকে এমনই একটি ‘ওয়াটার ট্রেন’ লাটুরে গিয়ে পৌঁছেছে বলে জানয়েছে বিবিস।
ভারতে পর পর দুবছর বৃষ্টিপাত কম হয়েছে বলে দেশটি এমন খরার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির অতিরিক্ত সলিসিটর জানান, মোট ২৫৬টি জেলার প্রায় ৩৩ কোটি মানুষ এখন কঠিন খরার মধ্যে বাস করছে। একটি সমীক্ষা জানিয়েছে দেশটির প্রতি চারজনের মধ্যে একজন খরাকবলিত।
এদিকে হরিয়ানা বা বিহারের মতো রাজ্যেও অনেক কম বৃষ্টি হয়েছে। তবে তারা এখনও আনুষ্ঠানিকভাবে খরা পরিস্থিতি ঘোষণা করেনি। তারা ঘোষণা করলে এই সংখ্যা আরো বেড়ে যাবে।
খরাকবলিত এলাকাগুলোতে পানীয়ের অভাব থেকে ডিহাইড্রেশন এবং তাপপ্রবাহে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।