পানি আমদানি করতে হবে ভারতকে !
- আর্ন্তজাতিক ডেস্ক
ভারতের ভূগর্ভস্থ পানির পরিমাণ দিন দিন কমে আসছে। আর এজন্য ২০৫০ সালে পানি আমদানি করতে হতে পারে ভারতকে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত বর্তমানে মাটির নিচের পানি ব্যবহার করছে। এই ব্যবহারের হার এতোটাই বেশি যে, তা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে গোটা দেশটির ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে ২২ শতাংশে নেমে যাবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে ভারতে একজন ব্যক্তির জন্য ভূগর্ভে দৈনিক ব্যবহারযোগ্য পানির পরিমাণ গড়ে পাঁচ হাজার ১২০ লিটার পানি। ১৯৫১ সালে যা ছিল ১৪ হাজার ১৮০ লিটার পরিমাণ। অর্থাৎ ১৯৫১ সালের তুলনায় ভূগর্ভস্থ পানির পরিমাণ ৩৫ শতাংশ কমে এসেছে। তাই ধারণা করা হচ্ছে ২০৫০ সালে দেশটিতে একেকজন মানুষের জন্য ভূগর্ভে ব্যবহারযোগ্য পানির পরিমাণ হবে তিন হাজার ১২০ লিটার।
বৃষ্টির পানি পুকুর, খাল ও কূপ খননের মাধ্যমে সেচের কাজে ব্যবহার করার কারণে ভারতে মাটির নিচে পানি কমে যাচ্ছে বলে জানিয়েছে গবেষকরা।অন্যদিকে দেশটিতে গ্রামাঞ্চলে গৃহস্থালী কাজে ব্যবহৃত পানির ৮৫ শতাংশের উৎস ভূগর্ভস্থ পানি এবং শহরে ব্যবহৃত পানির ৫০ শতাংশও আসে মাটির নিচ থেকে। তাছাড় সেচের কাজে ৫০ শতাংশ ভূ-গর্ভের পানি ব্যবহার করা হয়। আর এসব কারণে পানির মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
তাছাড়া ভারতের জনসংখ্যা যেভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে তার সাথে বাড়ছে না পানির যোগান। তাই হয়তো একসময় দেশটিতে চাহিদার চেয়ে পানির যোগান কমে যাবে। তখন পানি আমদানি করা ছাড়া দেশটির সামেনে আর কোনো রাস্তা খোলা থাকবে না।