দূষিত পানি পানে ভারতে সাত শিশুর মৃত্যু
- আর্ন্তজাতিক ডেস্ক
ভারতে বর্তমানে পানির সংকট চরম আকার ধারণ করেছে। নাগরিকদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার।
সরকারি পানি সহায়তায় চালিত এমনি একটি বাড়িতে সাতজন শিশুসহ ১১ জন মারা গেজে। ধারণা করা হচ্ছে দূষিত পানি পান করে এদের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। একই ঘটনায় ওই বাড়িটির আরো তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে। বলা হচ্ছে তাদের অবস্থা বেশ গুরুতর।
দেশটির বিরোধী দল এই ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। তারা নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।