পিঁপড়া খেয়ে মরুভূমিতে ছয় দিন

পিঁপড়া খেয়ে মরুভূমিতে ছয় দিন

দি প্রমিনেন্ট ডেস্ক: ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক অস্ট্রেলিয়ান নাগরিককে আজ মঙ্গলবার দেশটির দুর্গম এক মরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রেগ ফগারডি নামের ৬২ বছর বয়সী এই ব্যাক্তি নিখোঁজ থাকা ছয় দিন কালো পিঁপড়ে খেয়ে বেচে ছিলেন।

অস্ট্রেলিয়ান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফগারডি গত ৭ অক্টোবর শিকারের উদ্দেশে বের হওযার পর নিখোঁজ হন। ফগারডির খোঁজ না পেয়ে তাঁর পরিবার পুলিশকে জানায়। অনুসন্ধান শুরু করে পুলিশ নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে তার সন্ধান পায়।

অস্ট্রেলিয়ার মরুভূমিতে রেগ ফগারডিকে উদ্ধারের পর। ছবি: সিএনএন
অস্ট্রেলিয়ার মরুভূমিতে রেগ ফগারডিকে উদ্ধারের পর। ছবি: সিএনএন

পুলিশ কর্মকর্তা অ্যান্ডি গ্রেটউড উদ্ধার কালে ফগারডির অবস্থা বলতে গিয়ে জানান, জায়গাটি ছিল দুর্গম আর তপ্ত। যেমন জায়গায় বেশির ভাগ মানুষই বাঁচে না। ফগারডির কাছে কোনো পানি ছিল না। তিনি কালো পিঁপড়ে খেয়ে বেচে ছিলেন। উদ্ধারকালে ফগারডি মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন। মতিভ্রমও ছিল কিছুটা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন কথা বলছেন। favicon

Sharing is caring!

Leave a Comment