শরণার্থী নারীদের যৌনপেশায় বাধ্য করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ এবং অনিশ্চয়তার কারণে নিজের দেশ ছেড়ে ইউরোপে আশ্রয়প্রার্থী শরণার্থী নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এমনকি মাত্র ১০ ইউরোর বিনিময়ে তাদের যৌনপেশায় বাধ্য করা হচ্ছে। সংবাদ: ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রতিবেদনে আরও জানানো হয়, জার্মানির শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে যৌন নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। বাডেন-উইয়েরটেমবার্গ প্রদেশের শরণার্থী ক্যাম্পে অন্তত ছয়টি ধর্ষণের ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানির এক মানবাধিকার সংগঠন।
‘অসহায় মানুষগুলোর ওপর এসব হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। অথচ কেউ কিছু করছে না। যেন এসব দেখার কেউ নেই!’ শরণার্থী প্রসঙ্গে ক্ষোভের সাথে মন্তব্য করেন মানবাধিকারকর্মী গেজেল হেগ।