স্পেনে নারীর দেহে জিকা ভাইরাস

স্পেনে নারীর দেহে জিকা ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : গর্ভবতী এক নারীর শরীরে জিকা ভাইরাসের খোঁজ মিলেছে। ইউরোপে তিনিই প্রথম অন্তঃস্বত্ত্বা যার শরীরে এ ভাইরাসের সংক্রমণ হল।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই নারী কয়েকদিন আগে কলম্বিয়া থেকে স্পেনে যান। কলম্বিয়াতেই তিনি জিকায় আক্রান্ত হতে পারেন। ব্রাজিল, লাতিন আমেরিকা ও ক্যারাবিয়ান দেশগুলোতে জিকা মহামারি আকার ধারণ করেছে। মূলত এডিস মশা জিকা ভাইরাস সংক্রমণের জন্য দায়ী। জিকার প্রকোপের পর থেকে অনেক বেশি হারে ব্রাজিলে ছোট মাথা ও অবিকশিত মস্তিষ্কের শিশু জন্ম নিচ্ছে।

অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে ৪ হাজার ১৮০ এ ধরণের শিশু জন্ম নিয়েছে। দেশটির অনেক এলাকায় জিকার জন্য গর্ভধারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জিকা আক্রান্ত রোগি পাওয়া গেছে যৌন সম্পর্কের মাধ্যমে যার শরীরে ভাইরাসটি ছড়ায়।

জিকা দমনে ব্রাজিল মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। favicon59

Sharing is caring!

Leave a Comment