টিউলিপের বক্তৃতা বিবিসির শীর্ষ সাতে

টিউলিপের বক্তৃতা বিবিসির শীর্ষ সাতে

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির এক জরিপে ব্রিটেনের পার্লামেন্টে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক`র দেয়া বক্তৃতা সেরা সাত নাম্বার স্থান দখল করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের পার্লামেন্টে একশ ৭৬ জন নতুন সংসদের প্রথম বক্তৃতার মধ্যে সাতজনের বক্তব্য উল্লেখযোগ্য। তার মধ্যে টিউলিপ সিদ্দিক`র বক্তব্য সপ্তম গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এছাড়া অন্যান্যরা হলেন লেবার পার্টির অ্যাঞ্জেলা রায়নার, কনজারভেটিভ পার্টির হেইডি আলেন, জনি মার্চার, নুসরাত গণি ও স্কটিশ ন্যাশনাল পার্টির মাইরি ব্লাক এবং মার্টিন ডচারটি।

চলতি বছরের মে মাসে ব্রিটেনে সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে লেবার পার্টি থেকে সংসদ সদ্স্য নির্বাচিত হন টিউলিপ।

বক্তৃতায় টিউলিপ ১৯৭৫ সালে ১৫ আগস্ট পরিবারের সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তার মায়ের ব্রিটেনে আশ্রয়গ্রহণের বিষয় উল্লেখ করেন। এছাড়া পার্লামেন্টে ইউরোপীয়ন ইউনিয়নের গণভোটের বিলের বিষয়ে বির্তকের সময় তিনি শরণার্থী ও অভিবাসীপ্রত্যাশীদের বিষয়ে নিরাপদ ব্রিটেনের প্রশংসা করেন। favicon

Sharing is caring!

Leave a Comment