প্যারিসে সন্ত্রাসী হামলায় অন্তত ১৮জন নিহত

প্যারিসে সন্ত্রাসী হামলায় অন্তত ১৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে দুটি পৃথক হামলায় কমপক্ষে ১৮জন নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। প্যারিসের একটি রেস্তোরাঁয় গোলাগুলি ও জাতীয় ফুটবল স্টেডিয়ামের পাশে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। সংবাদ: বিবিসি।

হামলার সময় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ স্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির ফুটবল ম্যাচ দেখছিলেন। তবে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতের এ হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

গুগল ম্যাপে ঘটনাস্থলের ছবি
গুগল ম্যাপে ঘটনাস্থলের ছবি

বিবিসি জানিয়েছে, এক ব্যক্তি স্বয়ংক্রিয় একটি বন্দুক থেকে গুলি ছুড়ে স্টেডিয়ামের এই ঘটনা ঘটায়। পরে বন্দুকধারী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এশিয়ান রেস্তোরাটির সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির সংবাদদাতা।  তবে বাতাক্লা আর্ট সেন্টারের সামনে এখনো গোলাগুলি চলছে বলে জানা গেছে। সেখানে কয়েকজনকে জিম্মি করে রাখারও খবর পাওয়া গেছে।  favicon

Sharing is caring!

Leave a Comment