ব্রাসেলসে হামলার আশঙ্কা

ব্রাসেলসে হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কায় উচ্চসতর্কতা জারি করা হয়েছে। এ কারণে দেশটির মেট্রো সার্ভিসগুলো অন্তত রোববার পর্যন্ত বন্ধ থাকবে।

রাজধানীতে বসবাসরত লোকজনকে শপিংসেন্টার, কনসার্টসহ বড় ধরনের সমাবেশে অংশ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। তবে বেলজিয়ামের বাকি এলাকায় নিম্ন মাত্রার সতর্কতা জারি থাকবে। গত শনিবার প্যারিসে যে হামলা চালানো হয়েছে তার ‘মূল হোতা’ বেলজিয়ামের নাগরিক বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ওই হামলায় জড়িত সালেহ আবদেসসালাম বেলজিয়ামে ফিরে গেছেন বলে মনে করা হচ্ছে। প্যারিসে হামলার পর ব্রাসেলসে পুলিশি অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সংবাদ: বিবিসি। favicon

Sharing is caring!

Leave a Comment