রুশ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে দেশটির একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ২৬ জন আরোহী ছিলেন। তবে বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। সংবাদ: এএফপি।
রাশিয়ার জানায়, হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত ৩১ অক্টোবর মিসরের সিনাইয়ে যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই নিহত হন। বিমানটি মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাচ্ছিল। গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নিয়েছিল যুদ্ধবিমানটি।