রাশিয়ার হাসপাতালে আগুন, ২১ জনের মৃত্যু

রাশিয়ার হাসপাতালে আগুন, ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি মানসিক হাসপাতালে আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, দুইজনের এখনো খোঁজ মেলেনি।

রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল (১২ ডিসেম্বর) গভীর রাতের ভরোনেঝ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই হাসপাতাল ভবন কার্যত ভষ্মীভূত হয়েছে। নিহতদের অধিকাংশই ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।  তবে সেখানে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার পর উদ্ধারকর্মীরা মোট ৫৫ জনকে ওই হাসপাতাল থেকে জীবিত উদ্ধার করেন, যাদের মধ্যে ২১ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন।

আর ধ্বংসস্তুপের মধ্যে পোড়া মেঝেতে ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে।

২০১৩ সালের সেপ্টেম্বরে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নভগরদ এলাকায় আরেকটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়। তার কয়েক মাস আগে মস্কোর একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয় ৩৮ জনের।favicon5

Sharing is caring!

Leave a Comment