আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিমান হামলা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টের অনুমতির পরপরই সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে দেশটির রয়েল এয়ার ফোর্স (আরএএফ)। আরএএফের টনেডো যুদ্ধবিমান আইএসের আস্তানায় বোমা ফেলার উদ্দেশ্যে বৃহস্পতিবার সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘অজানা’ গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায়। বিবিসি জানায় বিমানগুলো সিরিয়ায় হামলা চালানোর উদ্দেশ্যেই রওনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদন থেকে আরো জানা যায় বিমান ঘাঁটিতে আরো চারটি যুদ্ধবিমানকে ‘প্রস্তুত’ রাখা হয়েছে। সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর উপর বিমান হামলা চালাতে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর ১০ ঘণ্টা আলোচনা হয়। এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে মত দেন ৩৯৭ জন এমপি; বিপক্ষে ভোট পড়ে ২২৭টি। বিরোধী লেবার পার্টির প্রধান জেরমি করবিন প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলেও তার দলের ৬৬ জন এমপি বিমান হামলার পক্ষে ভোট দেয়। ১০ ঘণ্টা ধরে ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে চলে তুমুল বিতর্ক।
বিবিসির প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদক জোনাথান বেলি জানান, প্রথম জোড়া যুদ্ধবিমানের প্রতিটি তিনটি করে ৫০০ পাউন্ডের বোমা নিয়ে বিমানঘাঁটি ত্যাগ করে এবং বোমা ছাড়া এগুলো আবার বিমানঘাঁটিতে ফিরে আসে।
তবে অভিযানের বিস্তারিত জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণায়ল। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।