সিরিয়ায় ‘যুদ্ধ বন্ধে’ সম্মত বিশ্বশক্তি

সিরিয়ায় ‘যুদ্ধ বন্ধে’ সম্মত বিশ্বশক্তি

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ‘যুদ্ধবিগ্রহ বন্ধ’ করতে বিশ্ব পরাশক্তিরা সম্মত হয়েছে। আগামী মাসে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় এ পদক্ষেপ সেতুবন্ধ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ আলোচনা শেষে বৃহস্পতিবার রাতে জার্মানির মিউনিখে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ঘোষণা দেন।

তিনি জানান, পরাশক্তির দেশগুলো একটি পরিকল্পনাতে সম্মত হয়েছে যেটা ‘সিরিয়ার জনগণের নিত্য জীবনযাত্রায় পরিবর্তন আনবে’। তিনি বলেন, আজকে মিউনিখে আমরা সিরিয়ার মানবাধিকার রক্ষা ও যুদ্ধবিগ্রহ বন্ধ- এই দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পেরেছি।

জন কেরি আরো বলেন, ‘এখন থেকে এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় যুদ্ধ-সংঘাত বন্ধে সম্মত হয়েছি। সিরিয়ায় বিবদমান সব পক্ষই এ প্রক্রিয়ায় থাকবে। তবে আইএস ও আল-নুসরা থাকবে এর বাইরে।’

তবে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ফিলিপ হ্যামড বলেন, রাশিয়া যদি তার বিমান হামলা বন্ধ রাখে তবেই যুদ্ধ বন্ধ সম্ভব।

সূত্র : বিবিসি, আলজাজিরা

Sharing is caring!

Leave a Comment