আইএসবিরোধী অভিযানে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়ায় পরিচালিত সমন্বিত সামরিক অভিযানে অংশ নিচ্ছে জার্মানি। তবে জার্মান সশস্ত্র বাহিনী বিমান হামলা পরিচালনা করবে না। সংবাদ: আল জাজিরা।
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জার্মানির সংসদে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের আইএসবিরোধী হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। জার্মান সংসদের নিম্ন কক্ষ দ্য ব্যুঁদেস্তায় এই প্রস্তাবের পক্ষে ৪৪৫টি এবং বিপক্ষে ১৪৬টি ভোট পড়েছে। সংসদ অধিবেশনে সাতজন নীতিনির্ধারক অনুপস্থিত ছিলেন। এই অভিযানের পরিসর বাড়াতে হলে আবার নতুন করে ভোটগ্রহণের প্রয়োজন হবে। বছরব্যাপী ১৪২ মিলিয়ন ডলার ব্যয়ে এই অভিযানে আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট পরিচালিত হামলায় সহযোগিতার জন্য কেবল সাতটি উড়োজাহাজ পাঠাবে জার্মানি। নিয়োগ দেওয়া হবে এক হাজার দুইশ’ জন পর্যন্ত সেনা কর্মকর্তা। এছাড়া ফরাসি বিমানবাহী চার্লস দ্যে গলকে সহায়তার জন্য একটি রণতরীও পাঠানো হবে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, সরাসরি যুদ্ধক্ষেত্রে জার্মান বাহিনী অংশ নেবে না কিংবা বিমান হামলাও পরিচালনা করবে না। আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার মতো দেশগুলোকে সহযোগিতাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। গত বুধবার জোটের অংশ হিসেবে যুক্তরাজ্য আইএসবিরোধী বিমান হামলা শুরু করার পরই জোটে যোগ দিল জার্মানি।