তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া!

তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ এবং একই সাথে পরমাণু যুদ্ধের জন্যও প্রস্তুত হচ্ছে রাশিয়া। আর এ জন্য ‘কেয়ামতের বিমান’ প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইলিউশিন টু-৮০ মডেলের বিমানগুলোকে ‘কেয়ামতের বিমান’ নামে অভিহিত করা হয়। এই বিমানের বিশেষত্ব হলো পরমাণু যুদ্ধে স্থলে থাকা নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে গেলেও এই বিমান উড়ন্ত নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে কাজ করবে এবং এগুলো পরাজিত করাও সহজসাধ্য নয়।

যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, ইলিউশিন টু-৮০ মডেলের বিমানগুলোকে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যবহারোপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে জানানো হয়েছে এরই মধ্যে বিমানগুলোর পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন হয়েছে।

এই ধরনের বিমানকে পরাজিত করা যায় না। স্থল থেকে হামলার নির্দেশ দিলে হলে তা শনাক্ত এবং ধ্বংস করা সম্ভব কিন্তু এই বিমানে বসে আকাশ থেকে নির্দেশ দিলে তা শনাক্ত করা খুবই কঠিন বলে জানিয়েছেন আলেকসান্দ্র কমিয়াকভ। যিনি রাশিয়ার ইলিউশিন টু-৮০ বিমান গবেষণা ও প্রস্তুত প্রকল্পের মহাপরিচালক।

ধারণা করা হচ্ছে গোটা বিশ্বে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই রয়েছে এ ধরনের বিমান আছে। favicon

Sharing is caring!

Leave a Comment