সুইডেনে নেই নগদ লেনদেন !

সুইডেনে নেই নগদ লেনদেন !

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে নগদ নোট বা মুদ্রার বিনিময়ে লেনদেন খুব একটা নেই বললেই চলে। বর্তমানে দেশটির সিংহভাগ নাগরিক কোনো কিছু কেনাকাটায় অনলাইনে অ্যাপস অথবা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করেন। সংবাদ : নিউইয়র্ক টাইমস।

সম্প্রতি পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনে বার্ষিক মোট লেনদেনের মধ্যে ২ শতাংশ হয় নগদে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে নগদ লেনদেন হয় ৭ দশমিক ৭ শতাংশ। আর ইউরো অঞ্চলে এর হার ১০ শতাংশ। সুইডেনে এখনো অর্থ পরিশোধে কার্ডের ব্যবহারই বেশি। ২০১৩ সালে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৪০ কোটি ক্রোনার বা দুই হাজার ২৪১ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়। তবে ১৫ বছর আগে এর পরিমাণ ছিল ২১ কোটি ৩০ লাখ ক্রোনার।

চলতি বছর সুইডেনে ২০ শতাংশ ভোগ্যপণ্য কেনাকাটা হয়েছে নগদে। তবে বিশ্বের অন্য সব দেশে গড়ে ৭৫ শতাংশ ভোগ্যপণ্য কেনাকাটা করা হয়েছে নগদ অর্থের বিনিময়ে। অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রতিযোগিতার দৌড়ে দ্রুত এগিয়ে যাচ্ছে অ্যাপস। ফলে সুইডেনে কার্ড ব্যবহারের পরিমাণও কমছে।

সুইডেনের বড় বড় ব্যাংকও এখন নগদ লেনদেন বন্ধ করে দিয়েছে। এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্ব দিয়েছে। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (বিআইএস) বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে সুইডিশ ব্যাংকে জমা পড়ে ৮৭০ কোটি ক্রোনার। তবে ২০১৪ সালে এর পরিমাণ দাঁড়ায় ৩৬০ কোটি ক্রোনার।favicon5

Sharing is caring!

Leave a Comment