ছোট্ট রাজপুত্রের স্কুল শুরু

ছোট্ট রাজপুত্রের স্কুল শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজবংশের ভবিষ্যত প্রিন্স জর্জ তার স্কুলের প্রথম দিনটি কাটালেন। কেনসিংটন প্যালেস থেকে জানানো হয়, নার্সারির প্রথম দিনটি শেষ করেছেন প্রিন্স। তার বাবা-মা ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ তাদের দুই বছরের  সন্তানকে নরফোকের ওয়েস্টাক্রি মন্টেসোরি স্কুলে ভর্তি করিয়ে দেন। সংবাদ : টেলিগ্রাফ।

রাজপরিবারের সূত্র উল্লেখ করে টেলিগ্রাফ জানায়, প্রথম দিনটি তার ভালোই গেছে। নীল রংয়ের কুইলটেড কোট পরেছিলেন জর্জ। পিঠে ছিল আকাশী রংয়ের স্কুলব্যাগ। জর্জের স্কুলে কিছু সময় কাটিয়েছেন উইলিয়াম। স্কুলটি খুব খরচবহুল নয়। প্রতিঘণ্টায় ৫.৫০ পাউন্ড বা দিনে ৩৩ পাউন্ড খরচ। এর মোট ২৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জনের পরিবারের কাছ থেকে স্কুলের ফান্ড আসে।

প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি দুজনই মন্টেসোরি নার্সারিতে পড়েছেন। তবে ডাচেস অব ক্যামব্রিজ পড়েছিলেন ব্র্যাডফিল্ড সাউথএন্ডের একটি প্রি-স্কুলে। প্রিন্স অব ওয়েলসকে বিয়ে করার আগে প্রিন্সেস ডায়ানা এই স্কুলের একজন অ্যাসিসটেন্ট হিসাবে কাজ করতেন।favicon5

Sharing is caring!

Leave a Comment