সবার জন্য মাসিক ভাতা !

সবার জন্য মাসিক ভাতা !

আন্তর্জাতিক ডেস্ক : কোনো ব্যক্তি কাজ করুক বা না করুক, তাকে ভাতা হিসেবে মাসে এক হাজার ৭০০ পাউন্ড করে দেওয়ার পরিকল্পনা করেছে সুইজারল্যান্ড সরকার। এ নিয়ে শিগগিরই ভোট হবে। অনেকেই বলছেন, এমনটা হলে অনেকেই কাজকর্ম ছেড়ে দেবে। সংবাদ : ইনডিপেনডেন্ট।

ইনডিপেনডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনায় দেশটির ডান কিংবা বাম, কোনো ধারার রাজনৈতিক দলেরই সমর্থন নেই। প্রস্তাবটি তুলেছেন একদল বুদ্ধিজীবী। তাঁদের সেই প্রস্তাবে সাড়া দিয়ে ভোটের আয়োজন করতে রাজি হয়েছে সরকার। ভোটে প্রস্তাবটি পার পেয়ে গেলে সুইজারল্যান্ডই হবে প্রথম কোনো দেশ, যারা জাতীয় পর্যায়ে নাগরিকদের এমন আর্থিক সুবিধা দেবে। যদিও এমন প্রস্তাবের ওপর ভোট হওয়ার নজিরও এটাই প্রথম।

প্রস্তাবে বলা আছে, কোনো নাগরিক কাজ করুক কিংবা না করুক, তাকে প্রতি মাসে এক হাজার ৭০০ পাউন্ড করে দেওয়া হবে। এমনকি শিশুরাও প্রতি মাসে ৪৩০ পাউন্ড করে পাবে।

এক জরিপে দেখা গেছে, অধিকাংশই প্রস্তাবের পক্ষে। তারা বলেছে, ভাতা পেলেও তারা কাজ বন্ধ করবে না। তবে ২ শতাংশ মানুষ বলেছে, ভাতা পেলে তারা কাজ থেকে বিদায় নেবে।favicon59

Sharing is caring!

Leave a Comment