সাগরতলে ভাস্কর্য-জাদুঘর

সাগরতলে ভাস্কর্য-জাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক : সাগরের তলদেশে জাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারোতের উপকূলের কাছে এই জাদুঘর হবে সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘর।

সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী।

মূর্তিগুলোর সবই লানজারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে।বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি হবে না। পানির নিচে এগুলো তিনশ’ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে।

অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। আফ্রিকার মূল ভূ-খণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়। তাদের জন্য সাগর তলের এই জাদুঘর নতুন আকর্ষণ হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment