এক টেবিলে ওবামা-পুতিন !
আন্তর্জাতিক ডেস্ক: গতকল রবিবার তুরস্কে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন এবং রুশ প্রেসিডেন্ট আলাদাভাবে কথা বলেন। পুতিনের সঙ্গে আইএস হামলা এবং সিরিয়া সঙ্কট নিয়েই আলোচনা হয় ওবামার। এর আগে জি-২০ মঞ্চে ওবামা ঘোষণা করেন, আইএস মোকাবেলায় চতুর্গুণ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে তাঁর দেশ।
পুতিন প্রথম থেকেই আইএস-এর বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর পক্ষপাতী। সে লক্ষেই গত সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ার বিমান হামলা শুরু করেছে রাশিয়া। জবাবে গত ৩১ অক্টোবরই একটি যাত্রিবাহী রুশ বিমানে আঘাত হানে আইএস। সিরিয়া-নীতি নিয়ে আমেরিকা এবং ইউরোপের সঙ্গে পুতিনের স্পষ্ট বিরোধ আছে। এ দিন ওবামার সঙ্গে বৈঠকের পরেও সেই বিরোধ মেটেনি। তবে ওবামা এবং পুতিন একমত হয়েছেন যে, সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। তার পর জাতিসংঘের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বিরোধীদের মধ্যে শান্তি-আলোচনা শুরু হওয়া দরকার। সংবাদ: ক্রেমলিন, রয়টার্স।
আর প্যারিসের ঘটনার পরে সিরিয়াতে আমেরিকা এবং ইউরোপ যে ‘ভুল’ করেছে, সেটা প্রমাণ করার বড় সুযোগ পেয়েছেন পুতিন। তাঁর বক্তব্য, আইএস-এর বিরুদ্ধে আন্তর্জাতিক শক্তিকে এক হয়ে লড়তে হবে, প্যারিস তা জানিয়ে দিল।