উত্তর কোরিয়ার বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে জাতিসংঘ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে শিগগিরই কাজ শুরু করবে জাতিসংঘ। উত্তর কোরিয়া গতকাল (৬ জানুয়ারি) প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছ থেকে ওই ঘোষণা এল। সংবাদ : বিবিসি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হাইড্রোজেন বোমার কথিত পরীক্ষার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। ঘটনাটিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি বলেও বর্ণনা করেছে জাতিসংঘ।

উত্তর কোরিয়ার দাবি সঠিক হলে, তা হবে ২০০৬ সালের পর কমিউনিস্ট রাষ্ট্রটির চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর ঘটনা। ভূগর্ভে চালানো এ পরীক্ষার তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে। ঘটনা নিয়ে গতকালই জরুরি বৈঠক ডাকে নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ওই বৈঠক আহ্বান করে। হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর খবরে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।

তবে উত্তর কোরিয়ার দাবির বিষয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রাথমিক বিশ্লেষণের সঙ্গে উত্তর কোরিয়ার দাবি সংগতিপূর্ণ নয়।favicon5

Sharing is caring!

Leave a Comment