অসহিষ্ণুতার বিরুদ্ধে সুন্দর পিচাই

অসহিষ্ণুতার বিরুদ্ধে সুন্দর পিচাই

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলছে অস্থিরতা। আর এসব অস্থিরতা ছড়িয়ে দিচ্ছেন বিশ্বের রাজনৈতিক নেতারা। ভারত ও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে উসকানিমূলক রাজনৈতিক বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে কথাবার্তা, লেখালেখি চলছে।

তবে প্রযুক্তি জগতের আইকনরা বেছে নিচ্ছেন শান্তির পথকে। সম্প্রতি ট্রাম্পের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও। তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, মুসলমানদের রক্ষার জন্য তিনি লড়াই করে যাবেন এবং মুসলমানদের জন্য শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। জাকারবার্গের পথেই হাটলেন ভারতীয় বংশোদ্ভূত গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তিনি এবার কথা বললেন অসহিষ্ণুতার বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুন্দর পিচাই অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে একটি নিবন্ধের শেষে লেখেন, ‘আমি ভাবছিলাম লেখাটি কোথায় প্রকাশ করব। কারণ এই লেখাটা অসহিষ্ণুতার এই বিতর্ক হয়তো আরো উসকে দেবে। কিন্তু আমার মনে হয়েছে বিষয়টি নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত, বিশেষ করে যারা এখনো এ ধরনের আক্রমণের শিকার হইনি।’

নিজের প্রতিষ্ঠান গুগলের কথা উল্লেখ করে পিচাই বলেন, ‘গুগলে নানা ধর্মের, বর্ণের ও সংস্কৃতির মানুষ একত্রে কাজ করে।’ তিনি আরো লেখেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজেদের কর্মপরিবেশ নিয়ে আরো সচেতনভাবে কাজ করতে হবে। যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারে।’

সবার আগে ৭ ডিসেম্বর অ্যালফাবেটের নির্বাহী চেয়ারম্যান এরিক শ্মিট ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের মানুষের অগ্রগতি এবং সহিষ্ণুতা নিয়ে লড়াই করা উচিত। favicon5

Sharing is caring!

Leave a Comment