ব্রিটেনে বন্যা, টেক্সাসে টর্নেডো

ব্রিটেনে বন্যা, টেক্সাসে টর্নেডো

আন্তর্জাতিক ডেস্ক : বড়দিনের ছুটি কাটতে না কাটতেই বৃষ্টি, ঝড়, বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের একটা বড় অংশ। বন্যা পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বন্যার ফলে উত্তর ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হয়েছে। জারি করা হয়েছে প্রায় একশোটিরও বেশি সতর্কবার্তা। ইয়র্কের আউসি নদী এবং ফস নদী সংলগ্ন প্রায় সাড়ে তিন হাজার বাড়ির বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় অতিরিক্ত ৫০০ সেনা পাঠানো হয়েছে।

অন্য দিকে, যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের ডালাসে টর্নেডোর জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। ডালাস পুলিশ জানিয়েছে, গার্ল্যান্ড এলাকাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শনিবার সন্ধ্যায় ছ’টি টর্নেডো আছড়ে পড়ে টেক্সাসে এবং একটি ওকলাহামায়। টর্নেডোর জেরে  উড়ে গিয়েছে বহু গাড়ি। ভেঙে পড়েছে প্রায় ৬০০-রও বেশি বাড়িঘর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা। বাড়তে পারে ঠান্ডা। এমনকী বৃষ্টি, তুষারপাত হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।favicon5

Sharing is caring!

Leave a Comment