থার্টিফার্স্ট উদযাপনে বিশ্বজুড়ে সতর্কতা

থার্টিফার্স্ট উদযাপনে বিশ্বজুড়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববাসী। তবে, সাম্প্রতিককালে প্যারিসসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ভয়াবহতার দুঃস্মৃতি মাথায় রেখে কড়া সতর্কাবস্থানে ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব। বিশেষত ইউরোপের শহরগুলোতে আতশবাজিও নিষিদ্ধ করা হচ্ছে, সীমিত করা হচ্ছে উদযাপনের কর্মসূচিও।

থার্টিফার্স্ট নাইট বা বছর বিদায় ও বছর স্বাগত জানানোর রাতের আগে আজ  (৩১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, থার্টিফার্স্টে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া অবস্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে মস্কো, লন্ডন, বার্লিন ও প্যারিসে অতিরিক্তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে আতশবাজি নিষিদ্ধ করেছে ব্রাসেলসে। সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে তুরস্ক, হাঙ্গেরি, অস্ট্রিয়া, গ্রিসসহ বিভিন্ন এলাকায়ও।

ব্রাসেলসে আতশবাজি নিষিদ্ধ করার বিষয়ে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মিচেল বলেন, গোয়েন্দাদের দেওয়া ‘সতর্কবার্তার’ প্রেক্ষিতে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।favicon

Sharing is caring!

Leave a Comment