আর্জেন্টিনার ক্ষমতায় রক্ষণশীলরা

আর্জেন্টিনার ক্ষমতায় রক্ষণশীলরা

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনায় দীর্ঘ ১২ বছরের বামপন্থি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় বিরোধী রক্ষণশীল দল। দ্বিতীয় দফার (রান অফ) নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন বিরোধীদলীয় প্রার্থী মৌরিশিও ম্যাক্রি । সংবাদ: আল জাজিরা।

রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে সেদিনই ফল প্রকাশ করা হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে দেশের ৬৬ শতাংশ ভোট দিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯১ দশমিক ৫ শতাংশ কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ম্যাক্রি পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীস দলের দানিয়েল সোসিওলি পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের মনোনীত প্রার্থী সোসিওলি। প্রাথমিক ফলাফলের পর ম্যাক্রির নির্বাচনি প্রচারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকোর্স পেনা বলেছেন, ‘আমরা ভীষণ আনন্দিত। আর্জেন্টিনায় আজ যা ঘটেছে তার জন্য আমরা খুশি।’

বিজয়ের পর ম্যাক্রি আর্জেন্টিনায় নতুন যুগের সূচনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দিন ঐতিহাসিক। পরিবর্তনের এ যুগে যা বিস্ময়কর হতে চলেছে।’ নির্বাচনি প্রতিশ্রুতিতে তিনি দেশে মুক্ত বাণিজ্যবান্ধব অর্থনীতি গড়ার প্রস্তাব দিয়েছিলেন। আর এ বিজয়ের মাধ্যমে আর্জেন্টিনা ক্রিস্টিনা ক্রিচনার ও নেসটর ক্রিচনারের রাজনৈতিক যুগের ইতি ঘটল। favicon

Sharing is caring!

Leave a Comment