অনুমতি পাচ্ছে আইলানের পরিবার
আন্তর্জাতিক ডেস্ক: সাগরে ডুবে মারা যাওয়া সিরীয় শরণার্থী শিশু আইলান কুর্দির পরিবার কানাডায় বসবাসের অনুমতি পাচ্ছে। শুক্রবার আইলানের ফুফু টিমা কুর্দি টিভি চ্যানেল সিএসবিকে এ তথ্য জানিয়েছেন। সংবাদ: বিবিসি।
তিনি বলেন, আইলানের চাচা ও তার পুরো পরিবার কানাডায় আশ্রয় পাবে। তবে কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের (আইলানের পরিবারের) আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন।
চলতি বছরের সেপ্টেম্বরে গৃহযুদ্ধ কবলিত সিরিয়া থেকে তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে মারা যায় তিন বছর বয়সি আইলান কুর্দি। এ সময় তার পাঁচ বছরের বড় ভাই ও মা পানিতে ডুবে মারা যান। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তার বাবা। পরে তার মরাদেহ তুর্কি উপকূলে ভেসে আসে। নীল প্যান্ট আর লাল টি-শার্ট পরিহিত আইলানের মুখ থুবড়ে পড়ে থাকা মরদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বে আলোচনার ঝড় ওঠে। এরপর মানবিক কারণে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে যাওয়া শরণার্থীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপের বেশকিছু দেশ। কানাডাও ধাপে ধাপে ২৫ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দেয়।
ইউরোপ হয়ে কানাডায় যাওয়ার কথা ছিল আইলানের পরিবারের। কিন্তু পরিবারের সব সদস্য হারানোর পর আইলানের বাবা আর বিদেশ না গিয়ে সিরিয়ার নিজ শহর কোবানিতে ফিরে যান।