ইরান দূতাবাসে সৌদির ‘বিমান হামলা’

ইরান দূতাবাসে সৌদির ‘বিমান হামলা’

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। গতকাল (৬ জানুযারি) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে দূতাবাসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ‘ইচ্ছাকৃতভাবে’ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। সংবাদ : ডেইলি মেইল।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইরানের দূতাবাসে এই হামলার ঘটনার পর সৌদি আরবের সঙ্গে দেশটির চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি গতকাল রাতে সানায় ইরানের দূতাবাসে বিমান থেকে এই বোমা হামলাকে  ‘ইচ্ছাকৃত কাজ’ এবং ‘আন্তর্জাতিক নিয়মাবলীর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।  তিনি বলেছেন, হামলায় আহত ও ক্ষয়ক্ষতির জন্য সৌদি আরব দায়ী।

ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরানের এই অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি। তিনি বলেছেন, সানায় বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে।favicon5

Sharing is caring!

Leave a Comment