আরো চার ফিলিস্তিনিকে মারলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তিন হামলাকারী গুশ এতজিওন স্টেশনে সেনা সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করছিল। এসময় গুলিতে তিনজনেরই মৃত্যু হয়। তবে কোনো ইসরায়েলি সেনা আহত হয়নি। ফিলিস্তিনি গণমাধ্যমে নিহত তিনজনেরই নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে দুজনের বয়স ২০ এবং অপরজনের ২১। সেনাবাহিনী আরো জানিয়েছে, এ ঘটনার কিছুক্ষন পর হেবরনের কাছে একটি এলাকায় আরেক ফিলিস্তিনি সেনাদের ওপর ছুরি নিয়ে হামলা চেষ্টা করলে গুলিতে সেও নিহত হয়। তার বয়স মাত্র ১৬ বছর।
গত বছরের মাঝামাঝি সময়ে মসজিদুল আকসা নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি ইহুদি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সূত্রপাত হয়। এ পর্যন্ত ফিলিস্তিনিদের ছুরিকাঘাত, গুলি ও গাড়ি চাপায় ২২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ১৪০ জন ফিলিস্তিনি।