মিশরের বিমান ছিনতাই : জিম্মি ৭ জন
- আর্ন্তজাতিক ডেস্ক
মিসরের বিমান সংস্থা ইজিপ্টএয়ারের একটি বিমান ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। ছিনতাই করার পরে বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।বিমানটিতে মোট ৫৫ যাত্রী ও সাতজন কর্মচারী ছিলেন।
রয়টার্স সর্বশেষ খবরে জানিয়েছে, ইজিপ্টএয়ারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছিনতাইকারীরা বিমানের কর্মচারী ও পাঁচ বিদেশি ছাড়া বাকি সব যাত্রীকে ছেড়ে দিয়েছে। একজন মিসরের নাগরিকই বিমানটি ছিনতাই করেছে বলে জিানিয়েছে মিসরের সরকারি বার্তা সংস্থ্।
আজ মঙ্গলবার সকালে বিস্ফোরণের ভয় দেখিয়ে বিমানটি ছিনতাই করা হয়। এ সময় বিমানটি মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাচ্ছিল।
এদিকে মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ওমর আল-গামাল জানিয়েছেন, ছিনতাইকারী শরীরে যাত্রীর বেশে ছিলেন এবং তার গায়ে বিস্ফোরক জড়ানো ছিল। বিস্ফোরণের ভয় দেখিয়ে বিমানটি ছিনতাই করা হয়। এরপর বিমানটিকে সাইপ্রাসের লারকানা বিমানবন্দরে অবতরণ করানো হয়।