সিরিয়ায় ২১ খিষ্টানকে হত্যা করলো আইএস
- আর্ন্তজাতিক ডেস্ক
সিরিয়ার ২১ জন খ্রিষ্টানকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী। সংবাদ : বিবিসি অনলাইন। সম্প্রতি মিত্র বহিনী আল-কারিয়াতাইন শহরটি পুনর্দখল করলেও এই শহরে ওই হত্যাযজ্ঞ ঘটানো হয়।
সিরিয়ার অর্থোডক্স চার্চের প্রধান জানান, গত বছরের আগস্টে আইএস শহরটি দখল করে। সে সময়ে প্রায় ৩০০জন খ্রিষ্টান সেখানে আটকা পড়ে। তার মধ্যে সম্প্রতি মোট ২১ জন খ্রিষ্টানকে হত্যা করা হয়েছে। তবে এখনো পাঁচজন খ্রিষ্টান নিখোঁজ রয়েছে। তারাও নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা আর্ন্তজাতিক মহলের।
শহরটি দখল করার পরে শত শত অধিবাসীকে অপহরণ করে আইএস। তাদের মধ্যে খ্রিষ্টানরাও ছিল। খ্রিষ্টান মেয়েদের যৌনদাসী হিসেবে বিক্রি করার সতর্কবার্তা দিয়েছিল আইএস।