পদত্যাগ করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
- আর্ন্তজাতিক ডেস্ক
পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোসে ইয়ালন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আস্থা সঙ্কটের অযুহাতে পদত্যাগ করলেন তিনি।
নিজের টুইটারে পদত্যাগের সিদ্ধান্ত জানান ইয়ালন। তিনি টুইটে লেখেন, “ বর্তমান প্রধানমন্ত্রীর আচরণ, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমি বেশ চিন্তিত। আমি তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। তাই আমি তাকে জানিয়ে দিয়েছি যে, আমি সরকার ও পার্লামেন্ট থেকে পদত্যাগ করছি এবং রাজনৈতিক জীবন থেকে বিরতি নিচ্ছি।”
ইয়ালনের পদত্যাগের মাধ্যমে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর এক আসনের সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা জোরদার হল।