রুশদিকে হত্যায় আবারও পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : খ্যাতিমান সাহিত্যিক সালমান রুশদিকে হত্যার জন্য নতুন করে ছয় লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।এবারের এ ঘোষণাটি এসেছে ইরানের ৪০টি সংবাদমাধ্যমের কাছ থেকে। এর আগে ১৯৮৯ সালে প্রথম রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়েছিলেন ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ওই ফতোয়ার ২৭তম বার্ষিকীতে দেশটির গণমাধ্যমগুলোও সেই কাতারে শামিল হলো। সংবাদ : আরটি নিউজ ও ইন্ডিপেন্ডেন্ট।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ৪০টি সংবাদমাধ্যম মিলিতভাবে এ পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ফারস দেবে প্রায় একশ’ কোটি রিয়াল (৩০ হাজার ডলার)।
ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি প্রথম ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদির মাথার বিনিময়ে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। রুশদির ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ধর্ম অবমাননার অভিযোগ এনে ওই ফতোয়া দিয়েছিলেন খোমেনি। সে ঘোষণার বার্ষিকীতে নতুন করে এ ঘোষণা দিল দেশটির গণমাধ্যমগুলো।
সাবেক ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি বলেছিলেন, ফতোয়াটি ১৯৯৮ সালে শেষ হয়ে গেছে। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে এখনও এটি প্রত্যাহার করেনি। অবশ্য খোমেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলি খামেনি ২০০৫ সালেও বলেছেন, ফতোয়া এখনও জারি রয়েছে।