নিউইয়র্ক সিটিতে হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল বুধবার প্রকাশিত একটি ভিডিওতে এ হুমকি দেওয়া হয়। নিউইয়র্ক সিটি পুলিশ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক পুলিশ এই ভিডিওটিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডের অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
পুলিশ জানায়, ‘নির্দিষ্ট কোনো হামলার হুমকি পাওয়া যায়নি। তবে আমরা সতর্কতা বাড়াব এবং প্রয়োজনে আমরা নিউইয়র্ক সিটিকে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই), জয়েন্ট টেররিজম টাস্কফোর্সের সঙ্গে কাজ করব।’
নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিয়া বলেন, হুমকি সংক্রান্ত এলাকাসহ পুরো শহরে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, এই ধরনের সন্ত্রাসী সংগঠনগুলোর প্রধান লক্ষ্য আতঙ্ক ছড়ানো, তবে কিন্তু নিউইয়র্ক সিটি ভীত নয়। সিএনএনের সন্ত্রাসবিষয়ক বিশ্লেষক পল ক্রুকশ্যাংক গণমাধ্যমকে জানান, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এই ভিডিওটি গুরুত্ব দিয়েই দেখছে।
বিশেষজ্ঞদের ধারণা, এই ভিডিওটির মাধ্যমে নতুন কিছূর ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এটি একটি পুরোনো ভিডিও এবং সবার মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এটি ছাড়া হয়েছে।