ছুটি নিচ্ছেন জাকারবার্গ !

ছুটি নিচ্ছেন জাকারবার্গ !

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ দুই মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি নেবেন ।আগামী বছরের জুলাই মাসে জাকারবার্গ ও প্রিসিলা দম্পতি কন্যা সন্তানের আশা করছেন। সংবাদ: বিবিসি।

মার্ক জাকারবার্গ তার ফেসবুক পেজে লেখেন,‘কর্মজীবী পিতা-মাতারা যদি নবজাতকদের পাশে থাকার জন্য সময় দেন, তাহলে বাচ্চাদের জন্য এবং পরিবারের জন্য তার ফলাফল সব সময়ই ইতিবাচক হয়।’

জাকারবার্গ আরো লেখেন, ‘ফেসবুক প্রতিষ্ঠানের সব কর্মকর্তার জন্য আমরা চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি বরাদ্দ রাখি। কেউ চাইলে একসঙ্গে কিংবা তাঁর সন্তান জন্মের প্রথম এক বছরের যেকোনো সময় এই ছুটি গ্রহণ করতে পারেন।’ যুক্তরাষ্ট্রে মাত্র ১৫ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের পিতৃত্বকালীন ছুটির সঙ্গে বেতন প্রদান করে এবং এই হিসাব এক দশক ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া অনেকে ভাবে, চাকরিতে ছুটি নিলে হয়তো সে প্রতিযোগিতায় পিছিয়ে যাবে কিংবা পদোন্নতি পেতে সমস্যা হতে পারে। তবে ভাবনাগুলো যে একদম অমূলক, তাও না!

মার্ক জাকারবার্গের এই ছুটি নেওয়ার বিষয়টিকে প্রযুক্তির দুনিয়ায় বেশ উৎসাহব্যঞ্জক ও ভালো একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। favicon

Sharing is caring!

Leave a Comment