ক্ষতিপূরণ চাইলো ঘড়ি বালক

ক্ষতিপূরণ চাইলো ঘড়ি বালক

আন্তর্জাতিক ডেস্ক: টেক্সাসের ঘড়িবালক আহমেদ মোহামেদের পরিবার ১৫ মিলিয়ন ইউএস ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। গতকাল তার আইনজীবীরা আরভিং সিটির মেয়র ও স্থানীয় থানার অফিসার বরাবর চিঠি পাঠিয়ে এই ক্ষতিপূরণ দাবি করেন।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, টেক্সাসের কিশোর আহমেদ মোহামেদের নিজের তৈরি একটি ঘড়িকে শিক্ষক ভুলক্রমে বোমা ভেবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণে তার পরিবারের পক্ষ থেকে মেয়র ও পুলিশের কাছে ওই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত মোহামেদের পরিবারেরে একজন আইন কর্মকর্তার ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে টেক্সাসের আরভিং সিটির মেয়রকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ও স্থানীয় জেলা স্কুলকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এর মধ্যে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে নবম শ্রেণীর ছাত্র আহমেদ পেন্সিলবক্স দিয়ে একটি ডিজিটাল ঘড়ি তৈরি করে। পরবর্তী সময়ে তা শিক্ষককে দেখাতে গেলে তিনি ওটাকে বোমা ভেবে আহমেদকে পুলিশের হাতে তুলে দেন।

আটকের পর আহমেদের ১৪ বছর বয়সী বোন নাসার একজন বিজ্ঞানীর সঙ্গে তোলা আহমেদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করলে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিষয়টি সংবাদের শিরনামে পরিণত হয়।

টেক্সাসের ঘড়িবালক আহমেদ মোহামেদের পরিবার ১৫ মিলিয়ন ইউএস ডলার ক্ষতিপূরণ দাবি করেছে । গতকাল তার আইনজীবীরা আরভিং সিটির মেয়র ও স্থানীয় থানার অফিসার বরাবর চিঠি পাঠিয়ে এই ক্ষতিপূরণ দাবি করেন ।

টেক্সাসের ঘড়িবালক আহমেদ মোহামেদ। ছবি: বিবিসি।
টেক্সাসের ঘড়িবালক আহমেদ মোহামেদ। ছবি: বিবিসি।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, টেক্সাসের কিশোর আহমেদ মোহামেদের নিজের তৈরি একটি ঘড়িকে শিক্ষক ভুলক্রমে বোমা ভেবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণে তার পরিবারের পক্ষ থেকে মেয়র ও পুলিশের কাছে ওই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত মোহামেদের পরিবারেরে একজন আইন কর্মকর্তার ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে টেক্সাসের আরভিং সিটির মেয়রকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ও স্থানীয় জেলা স্কুলকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এর মধ্যে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে নবম শ্রেণীর ছাত্র আহমেদ পেন্সিলবক্স দিয়ে একটি ডিজিটাল ঘড়ি তৈরি করে। পরবর্তী সময়ে তা শিক্ষককে দেখাতে গেলে তিনি ওটাকে বোমা ভেবে আহমেদকে পুলিশের হাতে তুলে দেন।

আটকের পর আহমেদের ১৪ বছর বয়সী বোন নাসার একজন বিজ্ঞানীর সঙ্গে তোলা আহমেদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করলে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিষয়টি সংবাদের শিরনামে পরিণত হয়। favicon

Sharing is caring!

Leave a Comment