তিন অদ্ভুত উদ্ভাবন

তিন অদ্ভুত উদ্ভাবন

  • লিডারশিপ ডেস্ক 

মার্কিন গণিতবিদ ও তড়িৎ প্রকৌশলী ক্লদ শ্যানন। ১৯১৬ সালে জন্মেছিলেন গুণী এই বিজ্ঞানী। তিনি মূলত পরিচিত ‘ইনফরমেশন থিওরি’র জনক হিসেবে। এ ছাড়া আধুনিক ডিজিটাল প্রযুক্তির শুরুটাও হয়েছিল তাঁর হাত ধরেই। মাইক্রো কম্পিউটারের উদ্ভাবক তিনি। শ্যানন এমন এক যন্ত্র বানিয়েছিলেন যেটি রুবিকস কিউব মেলাতে পারত।

ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্টের প্রতিবেদন অবলম্বনে জেনে নেওয়া যাক ক্লদ শ্যাননের অদ্ভুত তিনটি উদ্ভাবনের বিষয়ে।

জাগলিং রোবট

ইরেক্টর সেট ব্যবহার করে ১৯৭০ সালের দশকে শ্যানন নির্মাণ করেন পৃথিবীর প্রথম জাগলিং রোবট। শ্যাননের এই রোবটটি একসঙ্গে দুই হাতে তিনটি বল নিয়ে খেলতে পারত। এর মধ্যে একটি বল দেয়ালে ছুড়ে মারত এবং সেটি ফিরে আসার মধ্যেই বাকি বল দুটি হাতবদল হয়ে যেত।

আলটিমেট মেশিন

এই নামটি ক্লড শ্যাননেরই দেওয়া। নিজের ডেস্কে এই যন্ত্রটি রাখতেন তিনি। দেখতে খুবই সাধারণ এই বাক্সের মধ্যে ছিল একটি সুইচ। যখন সুইচটি চাপ দেওয়া হতো, তখন বাক্সটি খুলে যেত এবং এর ভেতর থেকে একটি যান্ত্রিক হাত বেরিয়ে এসে সুইচট বন্ধ করে দিয়ে আবার হাতটি বাক্সের ভেতরে চলে যেত। শ্যাননের এই মজার বাক্সটি দেখে সায়েন্সফিকশন লেখক আর্থার সি ক্লার্ক লেখেন, যন্ত্রটার মধ্যে এক ধরনের অশুভ ব্যাপার রয়েছে। যন্ত্রটা কিছুই করে না, এটার কোনো কার্যকারিতা নেই, শুধু নিজেকে বন্ধ করা ছাড়া।’

পরিধানযোগ্য কম্পিউটার

‘গেম থিউরি’ ছিল শ্যাননের খুবই প্রিয় একটি তত্ত্ব। প্রায়ই তিনি স্ত্রী বেটি এবং বন্ধু ও গণিতবিদ এড থরপোকে নিয়ে লাস ভেগাসে জুয়া খেলতে যেতেন। বেশির ভাগ সময়ই তাঁরা ব্ল্যাকজ্যাক খেলতেন, যাতে গণিতের সূত্র মিলিয়ে কার্ডের ক্রমানুসার মেলাতে পারেন। শ্যানন ও থরপো মিলে একটি ছোট কম্পিউটার তৈরি করেছিলেন, যার মাধ্যমে তাঁরা অন্যদের কার্ড সম্পর্কে ধারণা নিতে পারতেন।

২০০১ সালে মারা যান ক্লদ শ্যানন। মৃত্যুর আগে দীর্ঘদিন তিনি আলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন।favicon59

Sharing is caring!

Leave a Comment