হাইস্কুল না পেরোনো মিলিয়নিয়ার

হাইস্কুল না পেরোনো মিলিয়নিয়ার

  • লিডারশিপ ডেস্ক 

ব্লগিং সাইট ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টাম্বলারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কার্প। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, তরুণ এই উদ্যোক্তার আয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। অথচ হাইস্কুলের পাঠই সম্পূর্ণ করেননি ২৯ বছর বয়সী এই সফল উদ্যোক্তা। ডেভিডের মা-বাবা দুজনেই ছিলেন বিজ্ঞানের শিক্ষক।

যুক্তরাষ্ট্রের ক্যালহুন স্কুলে তিন বছর বয়সে ভর্তি হয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। ১১ বছর বয়স থেকেই ওয়েব ডিজাইনের কাজ শুরু করেন। তখন সারা দিন কম্পিউটার নিয়েই পড়ে থাকতেন। অসম্ভব মেধাবী ছিলেন, তাই নিউইয়র্কের স্বনামধন্য হাইস্কুল ব্রংক্স সায়েন্সেও পড়ার সুযোগ পেয়ে যান। কিন্তু সেখানে এক বছর পড়াশোনা করেই মাঝপথে পড়া থামিয়ে দিতে হয়। এর মধ্যে তাঁর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়।

এরপর তিন বছর ঘরেই চলে লেখাপড়া, আর পাশাপাশি ওয়েব ডিজাইনের কাজ। কিন্তু আর কখনোই ডেভিডের হাইস্কুলে ফেরা হয়নি। হাইস্কুলের গণ্ডি পার না হলেও তাঁর সাফল্যের গণ্ডি পেরিয়ে গেছে অনেক দূর। favicon59

Sharing is caring!

Leave a Comment