বিশ্ব প্রভাবশালীদের তালিকায় সালমান খান

বিশ্ব প্রভাবশালীদের তালিকায় সালমান খান

  • লিডারশিপ ডেস্ক

সম্পূর্ণ নাম সালমান আমিন খান। জন্ম ১১ অক্টোবর ১৯৭৬ সালে, একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক, গবেষক, উদ্যোক্তা এবং ‘খান একাডেমি’র প্রতিষ্ঠাতা। খান একাডেমি একটি উন্মুক্ত অনলাইনভিত্তিক ও অলাভজনক প্রতিষ্ঠান। এ শিাবিদ নিজ বাসার ছোট অফিস থেকে যাত্রা শুরু করেন, বিস্তৃত ধরনের প্রাতিষ্ঠানিক বিষয়গুলো, বিশেষ করে গণিত ও বিজ্ঞানের ওপর ৬ হাজার ৫০০-এর বেশি ভিডিও তৈরি করেছেন। ২০১৬ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত, ইউটিউবে খান একাডেমির চ্যানেলটি ২ কোটি ৪১৫ লাখ ৪০৬-এর বেশি গ্রাহককে আকৃষ্ট করেছে এবং ভিডিওগুলো ৬৯৬ মিলিয়নের বেশিবার দেখা হয়।

খান একাডেমি একটি মার্কিন অলাভজনক শিাপ্রতিষ্ঠান। ২০০৬ সালে সালমান খান এটি প্রতিষ্ঠা করেন। ‘ঢ়ৎড়ারফরহম ধ যরময য়ঁধষরঃু বফঁপধঃরড়হ ঃড় ধহুড়হব, ধহুযিবৎব’ স্লোগানে এ প্রতিষ্ঠানটি শিা নিয়ে কাজ করছে। একাডেমির নিজের ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে ৩ হাজার ১০০-এর বেশি অনলাইন বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করে খান একাডেমি। ২০১২ সালে মার্কিন পত্রিকা টাইমের জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির বার্ষিক তালিকার একটি উল্লেখযোগ্য নাম, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান আমিন খান। ফোর্বস ম্যাগাজিন তাদের প্রচ্ছদে খানকে তুলে ধরে ‘$১ ট্রিলিয়ন সুযোগ’ নামক প্রবন্ধের মাধ্যমে।

অসাধারণ সব পরিকল্পনা জনসমে আনার জন্য গুগল ঘোষণা করে ‘প্রজেক্ট টেন টু দ্য হানড্রেড’ নামে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার। প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে ২০০৮ সালে এ ঘোষণা দেওয়া হয়। এতে বিশ্বের ১৭০টির বেশি দেশ থেকে জমা পড়ে ১ লাখ ৫৪ হাজার আবেদন। দুই বছরের যাচাই-বাছাই শেষে প্রথমে ১৬টি পরিকল্পনা নির্বাচন ও তার তালিকা তৈরি করে গুগল। পরে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় পাঁচটিকে। নির্বাচিত প্রকল্পগুলোকে আরও বিস্তৃত করার জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন অঙ্কের অর্থসহায়তা। শিা বিভাগে নির্বাচিত হয়েছে সালমানের ‘খান একাডেমি’র বিনামূল্যে শিামূলক অনলাইন ভিডিও টিউটোরিয়াল। একাডেমিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০ লাখ ডলার পুরস্কার দিয়েছে গুগল। ২০১২ সালের জুনে ৮ জুন অনুষ্ঠিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ১৪৬তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সালমান। ৩৫ বছর বয়সী সালমান খানই এমআইটির ইতিহাসে কনিষ্ঠতম সমাবর্তন বক্তা। ২০১২ সালের মে মাসে রাইস ইউনিভার্সিটিতেও সমাবর্তন বক্তা ছিলেন সালমান। ২০১০ সালে সালমান মাইক্রোসফট টেক অ্যাওয়ার্ড লাভ করেন। favicon59

Sharing is caring!

Leave a Comment