তরুণদের ‘অক্টোবর সার্ভিস মাস’

তরুণদের ‘অক্টোবর সার্ভিস মাস’

  • লিডারশিপ ডেস্ক

লায়ন্স কাবস ইন্টারন্যাশনাল মাল্টিপুল জেলা-৩১৫-এর আয়োজনে সমসাময়িক সমস্যাসহ দেশের বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে গত ৭ অক্টোবরে জাঁকজমকপূর্ণ এক র‌্যালির আয়োজন করা হয়। এবারের র‌্যালির অন্যতম প্রতিপাদ্য ছিল তরুণ প্রজন্মকে লায়ন্সদের লিও কাবে অংশগ্রহণের মধ্য দিয়ে সমাজ সচেতনতা সৃষ্টির মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মতো সর্বনাশা কার্যক্রমকে অন্তর থেকে ঘৃণা করতে শেখানো। যে উদ্দেশ্যে এবারের র‌্যালি আয়োজন কার্যক্রমে লিওদের বিভিন্ন দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে র‌্যালিতে তাদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এককথায় র‌্যালির শুরু ও শেষ ছিল তারুণ্যদীপ্ত লিও মোড়কে আবৃত। র‌্যালিতে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হওয়া ও গণসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শিত হয়। জঙ্গিবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ, আসুন বৃক্ষ রোপণ করি-সুবজে বাঁচি, Education For All, একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না, Donate Blood-Save Life, We Serve ইত্যাদি লেখা ব্যানার, ফ্যাস্টুন লিও এবং লায়নদের হাতে শোভা পেতে দেখা যায়।

র‌্যালিটি লায়ন্স ফাউন্ডেশন, লায়ন্স ভবন, আগারগাঁও থেকে শুরু হয়ে মহাখালী ওভারব্রিজ, তেজগাঁও হয়ে পুনরায় আগারগাঁও এসে শেষ হয়। কালারফুল ব্যানার-ফেস্টুনে সজ্জিত শতাধিক ট্রাক ও গাড়ির বর্ণাঢ্য এই র‌্যালির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। র‌্যালিটি পরিচালনা করেন মাল্টিপুল জেলার র‌্যালি কমিটির কনভেনার এবং জেলা ৩১৫এ২-এর গভর্নর লায়ন এম. কে. বাশার পিএমজেএফ।র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিআইডি লায়ন শেখ কবির হোসেন ও পিআইডি লায়ন মোসলেম আলী খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিল চেয়ারপারসন লায়ন স্বদেশ রঞ্জন সাহা, বিএলএফ চেয়ারম্যান এ. কে. এম. রেজাউল হক, মাল্টিপুল ৬ জেলার গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দিন, লায়ন এম. কে. বাশার, লায়ন মুস্তফা কামাল, লায়ন মো. জুনাইদ ইকবাল, লায়ন মো. মনিরুল ইসলাম ও লায়ন শাহ আলম বাবুল।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment