নিলীমের ইউজারহাব

নিলীমের ইউজারহাব

  • লিডারশিপ ডেস্ক

নিলীম আহসান কাজ করতেন জাপানি প্রতিষ্ঠান টয়োটায়। কিন্তু অফিসের গৎবাঁধা নিয়মে ডিজাইনিংটা মিস করতেন তিনি। আর এটা যে তাঁর সঠিক জায়গা নয়, সেটাও বুঝতে পারছিলেন। ভাবলেন, ওই অফিসের উচ্চগতির ইন্টারনেটকে কাজে লাগানো যাক। শুরু হলো ইন্টারনেটে ডিজাইন নিয়ে পড়াশোনা আর চর্চা। কাজের ফাঁকে ফাঁকে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ঢুঁ মারতে শুরু করলেন।

২০০৪ সালে তিনি প্রথম ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেন। মূলত গ্রাফিকস ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং দিয়ে শুরু করেন। পরের বছর কোডারস অ্যান্ড ডিজাইনারস নামে একটি সফটওয়্যার প্রতিষ্ঠান তৈরি করেন। নিলীম জানালেন, সে সময় আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশে বসেই রোমানিয়ার বন্ধুদের কাজ করেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, জার্মানি, বাহরাইন—এ রকম অনেক দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। কার্যক্রমের পরিধি আরও বেড়ে গেলে ২০০৭ সালে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজের জগতে ফিরে আসেন। এভাবেই তিনি হয়ে ওঠেন উদ্যোক্তা। তাঁর স্বামী ওয়াহিদ বিন আহসানও এখন তাঁর কাজের সহযোগী।

দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, মোবাইলের অ্যাপ, সফটওয়্যারগুলো কীভাবে মানুষ আরও সহজে ব্যবহার করতে পারে, সে বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার কাজ করে নিলীম আহসানের প্রতিষ্ঠান ইউজার স্টাডি এক্সপেরিয়েন্স রিসার্চ হাব (ইউজারহাব) (www.theuserhub.com)। তিনি এর সহপ্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান এ পর্যন্ত দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানকে সেবা দিয়েছে। এ ছাড়া গড়ে তুলেছেন ওয়েব ডিজাইনের স্কুল মাস্কারা স্কুল অব ওয়েব অ্যান্ড ডিজাইন। সেখানে ওয়েব ডিজাইনিংয়ের ডিপ্লোমা করানো হয়।

বতর্মানে নিলীমের প্রতিষ্ঠানে ছয়জন ইন্সট্রাক্টর আছেন। ডেভেলপমেন্টে কাজ করছেন আরও ১০ জন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের বিনা মূল্যে কাজের প্রশিক্ষণও দিচ্ছেন। নিলীমের লক্ষ্য দেশে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইনের ওপর একটি আন্তর্জাতিক মানের শিক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা।

 সূত্র : অনলাইন। favicon59

Sharing is caring!

Leave a Comment