স্কুলছুট হয়েও বিলিয়নিয়ার!

স্কুলছুট হয়েও বিলিয়নিয়ার!

  • লিডারশিপ ডেস্ক 

ফেসবুক ২০১৪ সালে ম্যাসেঞ্জার অ্যাপ—হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে নিয়েছে প্রায় ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে। এই অ্যাপটির প্রতিষ্ঠাতা জ্যান কওম ও ব্রায়ান অ্যাকটন।

ইউক্রেনীয় জ্যানের শৈশব আর কৈশোর কেটেছে চরম দারিদ্র্যকে সঙ্গী করে। নানি আর মায়ের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় ছোট্ট একটা বাসায় তাঁর বেড়ে ওঠা। স্কুলের পড়াশোনা শেষ করে স্যান হোসে স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করেন জ্যান। ১৮ বছর বয়সে তাঁর কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহ জন্মে। এই আগ্রহকে ভিত্তি করেই পড়ার পাশাপাশি আর্নস্ট অ্যান্ড ইয়ং নামের প্রতিষ্ঠানে নিরাপত্তা পরীক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। এখানে তাঁর সঙ্গে পরিচয় হয় ব্রায়ানের। বিশ্ববিদ্যালয়ের পড়াকে বিদায় জানিয়ে ১৯৯৭ সালে জ্যান যোগ দেন ইয়াহুতে। কয়েক দিনের মধ্যে ব্রায়ানও যোগ দেন সেখানে। ২০০৮ সালে দুজনই ফেসবুকে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তাঁদের চাকরি দিতে রাজি হয়নি। অবশেষে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন তাঁরা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment