সুমনের ‘বিশ্ব শান্তি পুরস্কার’ অর্জন

সুমনের ‘বিশ্ব শান্তি পুরস্কার’ অর্জন

  • লিডারশিপ ডেস্ক

মালদ্বীপে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর (জিওয়াইপিএ) সম্মেলনে বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন মো. সুমন রহমান (রুহিত সুমন)। সমাজের অবহেলিত, দুস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার নিয়ে বাংলাদেশে কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান সুমন এ সম্মানে ভূষিত হন।

ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী মালেতে অনুষ্ঠিত এ সম্মেলন ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলে। এতে বিশ্বের ২৫টি দেশের যুব প্রতিনিধিরা অংশ নেন।

মো. সুমন রহমান বলেন, আন্তর্জাতিক যুব শান্তি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ এবং প্রাপ্য এ সম্মান একটি অনন্য অভিজ্ঞতা। এতে মানুষের পাশে থাকার ক্ষুধা আরও চাঙা হলো।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, দুস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার নিয়ে কাজ করে।

সুমন রহমান এর আগে ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়ায় স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন ইভেন্ট অর্গানাইজার ও উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। মুন্সিগঞ্জের সন্তান সুমন রহমান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

সূত্র : প্রথম আলো

Sharing is caring!

Leave a Comment